খোদ সরকারি পরিবহন দফতরের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ বাস চালানোর অভিযোগ আনলো বেসরকারি বাস মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। বাসের ছবি ও রেজিষ্ট্রেশন ডিটেলস প্রকাশ্যে এনে করা হয়েছে অভিযোগ।

ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, সল্টলেক আরটিও অন্তর্ভুক্ত ডব্লিউবি০৪ সি৯৭৬৭ নম্বরের বাসটির রেজিস্ট্রেশনের তারিখ ২ এপ্রিল, ২০০৭ এবং মেয়াদ উত্তীর্ণ হয়েছে।রাজ্য পরিবহণ দফতর মেয়াদ উত্তীর্ণ গাড়ি চালানোকে আইনত অপরাধ হিসেবে ঘোষণা করেছে। বাসমালিকদের সংগঠনের অভিযোগ, বাসটির বয়স ১৬ বছর হয়ে গিয়েছে। তাও ডিজেল চালিত বাসটি কলকাতার রাস্তায় চালানো হচ্ছে।