পুরানে কথিত আছে, যে কোন শুভ কাজ করার আগে গনেশ পুজো করা হয়। কারন গনেশ পুজো না করলে অন্য কোন করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও ধুমধাম করে পালন করে হয় গনেশ পুজো(Ganesh Puja)। এছাড়াও আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার তামিল হিন্দুরাও গনেশ পুজো করে। পুরান অনুসারে আমরা জানতে পারি যে গনেশের ১০৮ টি নাম রয়েছে। তার মধ্যে অন্যতম গুলি হলো বিঘ্নরাজ, বিনয় এবং সিদ্ধিদাতা গনেশ।
- Advertisement -
এবছর গনেশ চতুর্থী শুরু হচ্ছে (Ganesh chaturthi start) ১৮ ই সেপ্টেম্বর দুপুর ১২.৩০ থেকে এবং শেষ হচ্ছে ১৯ সেপ্টেম্বর দুপুর ১.৪০। গনেশ চতুর্থীর শেষ দিনকে অনন্ত চতুর্দশী বলা হয়।
- Advertisement -
গণেশ চতুর্থী পূজার বিধি:
• সকালে উঠে স্নান করে বাড়ি সহ মন্দির পরিষ্কার করে ফেলুন।
• গনেশ মূর্তিকে লাল শালু পেতে বসাবেন।
• নির্জলা উপবাস করে গনেশ পুজো করবেন।
• ঠিক দুপুরে শুরু করবেন সিদ্ধিদাতার আরাধনা।
• মন্ত্র যপের মধ্য দিয়ে বিনায়কের পুজো করতে হবে।
• মন্ত্র পাঠের মধ্য দিয়ে গনেশ মূর্তি প্রতিষ্ঠা করবেন।
• এরপর সমস্ত নৈবেদ্য সাজিয়ে নিন।