ব্রাসেলস স্প্রাউটের চাষ করুন কপির বিকল্প হিসেবে, লাভ হবে সন্তোষজনক

ব্রাসেলস স্প্রাউটের চাষ করুন কপির বিকল্প হিসেবে, লাভ হবে সন্তোষজনক

সবজি হিসেবে কপি, ব্রকলির পরিবর্তে সুন্দর বিকল্প হয়ে উঠতে পারে ব্রাসেলস স্প্রাউট। ৪.৫ ফিট পর্যন্ত উচ্চতার গাছে ১ মাসের মধ্যে আসে স্প্রাউট, প্রতি গাছে ৫০-৭০ গ্রাম ওজনের ৪০-৫০ টি স্প্রাউট আসে।

বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটিতে ব্রাসেলস স্প্রাউটের চাষ সবচেয়ে ভালো হয়। জমিতে চাষ দেওয়ার পর জৈব সার ও প্রয়োজন মতো কম্পোষ্ট সার মেশাতে হবে ভালো করে। এরপর বীজ বপন করে বীজতলা থেকে চারা তৈরী করতে হবে। চারা তৈরী হতে সময় নেয় ২০-২৫ দিন। এরপরে চাষের জমিতে ৩ ফুট পরপর সারি তৈরি করে চারা রোপন করতে হবে। দুটি চারার মধ্যে দূরত্ব থাকবে ২ ফুট।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ