Ghatal Flood : ভাসছে ঘাটাল, কয়েক হাজার একর চাষের জমি জলের তলায়, মাথায় হাত চাষিদের

Ghatal Flood : ভাসছে ঘাটাল, কয়েক হাজার একর চাষের জমি জলের তলায়, মাথায় হাত চাষিদের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ভোট আসে, ভোট যায়! তেমনই বন্যা আসে, বন্যা যায়! কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ ডুবে থাকে সেই শিলাবতীর জলে। বৃষ্টি কমলেও বিগত কয়েকদিনের বৃষ্টির দাপটে ও ডিভিসির ছাড়া জলে ফের ফলের তলায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। জেলায় জলের তলায় প্রায় কয়েক হাজার একর চাষের জমি। মাথায় হাত পড়েছে চাষিদের।

এইবারের বর্ষাকালে আশানুরূপ বৃষ্টি হয়নি। কিন্তু তাতেও চাষ বন্ধ করেননি পশ্চিম মেদিনীপুরের চাষিরা। বৃষ্টির অভাবে অনেক জায়গাতেই সেচ দিয়ে চাষ হয়েছে। কিন্তু অক্টোবরের অকাল নিম্নচাপে সেই চাষ এবার জলের তলায়। প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকাও। পৌর ও গ্রামীণ এলাকার অনেক অংশে নৌকায় চলছে যাতায়াত। ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় রাজ্য সড়কে জল। ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। উঠছে সরকারি নৌকা নামানোর দাবি। আর প্রতিবারের মতোই মানুষের ক্ষোভ বাড়ছে ঘাটাল মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে।

আরও পড়ুন:  Ghatal Flood : জলমগ্ন ঘাটাল, পরিস্থিতি পরিদর্শন জেলাশাসক ও পুলিশ সুপারের

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ সরে যাচ্ছে বাংলাদেশের দিকে। ফলে বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে আপাতত কমেছে। কিন্তু পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় তিন হাজারের বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যার কারণে সবংয়ের সারতা, দশগ্রাম, চাউলকুড়ি, নারায়ণবাড়, বলপাই, ভেমুয়া, মোহাড়, বিষ্ণুপুর ও বুড়াল এলাকায় অনেক মাটির বাড়ি ধসে পড়েছে। খোলা হয়েছে ১০০টি ত্রাণ শিবির। ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড এবং ঘাটাল ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ৩০টি ত্রাণ শিবিরে শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। দাঁতন-২ ও নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়েছে। ১৫টি শিবিরে শতাধিক মানুষ ঠাঁই নিয়েছেন। জেলা প্রশাসনের তরফে, ত্রাণ শিবিরগুলিতে শুকনো ও রান্না করা খাবারের বন্দোবস্ত করা হয়েছে। সেই সঙ্গে ব্লকে ব্লকে হিসাব চলছে ক্ষয়ক্ষতির।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ