Kharagpur Train : খড়গপুর ট্রেন পুনরায় চলবে পূর্ব নির্ধারিত পথে, জানুন বিস্তারিত

images 2023 06 13t122743.702

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

খড়গপুর শাখায় পুনরায় চালু হতে চলেছে ট্রেন। সম্পূর্ণ দূরত্ব অতিক্রম না করা ট্রেন পুনরায় সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করবে। সেই সঙ্গে বিকল্প পথে চলা ট্রেন পুনরায় চলবে পূর্ব নির্ধারিত পথে। এর আগে দক্ষিণ পূর্ব রেলের তরফে নির্ধারিত ট্রেনগুলির যাত্রা পথের পরিবর্তন করা হয়েছিল। তা পুনরায় নির্ধারিত পথে চলবে বলে জানানো হয়েছে। নীচে দেখুন –

আরও পড়ুন:  Train Cancelled : আসছে ‘বিপর্যয়’, বাতিল একাধিক ট্রেন, দেখুন তালিকা

১৮০২৪ গোমো-খড়গপুর এক্সপ্রেস ১৫ জুন যাত্রা শুরু করতে চলা ট্রেন, খড়গপুর পর্যন্ত সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করবে।
১৮০২৩ খড়গপুর-গোমো এক্সপ্রেস, ১৫ জুন খড়গপুর থেকেই যাত্রা শুরু করবে।
২২৬১১ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ১৪ জুন যাত্রা শুরু করা ট্রেনটি পরিবর্তিত পথ হিজলি-টাটা-পুরুলিয়া-আসানসোলের পরিবর্তে সাধারণ পথ হিজলি-মেদিনীপুর-বাঁকুড়া-আদ্রা-আসানসোল হয়ে চলবে।

আরও পড়ুন:  Train Cancelled : আসছে ‘বিপর্যয়’, বাতিল একাধিক ট্রেন, দেখুন তালিকা

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ