Jhargram Train : সুখবর! ঝাড়গ্রামেও দাঁড়াবে এক্সপ্রেস, জানুন বিস্তারিত

Jhargram Train : সুখবর! ঝাড়গ্রামেও দাঁড়াবে এক্সপ্রেস, জানুন বিস্তারিত

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

জঙ্গলমহলবাসীর জন্য সুখবর! এবার থেকে পরীক্ষামূলক ভাবে ঝাড়গ্রামে স্টপেজ দেবে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে শুক্রবার এই বিষয়ে জানানো হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানা গিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে ১২০২১/১২০২২ হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়াবে। ১২০২১ হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস সকাল ০৭:৫৫ মিনিটে খড়গপুর থেকে ছেড়ে ০৮:২৪ মিনিটে ঝাড়গ্রাম পৌঁছাবে এবং ০৮:২৫ মিনিটে ঝাড়গ্রাম থেকে ছেড়ে ০৮:৫৬ মিনিটে পরবর্তী স্টপেজ ঘাটশিলা পৌছাবে। অন্যদিকে ১২০২২ বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস বিকাল ০৫:৩০ মিনিটে ঘাটশিলা থেকে ছেড়ে সন্ধ্যা ০৬:০৭ মিনিটে ঝাড়গ্রাম পৌঁছাবে এবং ০৬:০৮ মিনিটে ঝাড়গ্রাম থেকে ছেড়ে সন্ধ্যা ০৬:৫০ মিনিটে পরবর্তী স্টপেজ খড়গপুর পৌঁছাবে। অন্যান্য স্টেশনে ট্রেনদ্বয়ের টাইমিং অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন:  Jhargram : কুড়মালিতে স্নাতকোত্তর চালুর দাবি, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্নায় পড়ুয়ারা

 

আরও পড়ুন:  Jhargram : হাতির মৃত্যু ঝাড়গ্রামে, তদন্তে বন দফতর

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ