Friday, September 22, 2023

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে আসছেন নতুন চেয়ারম্যান, দায়িত্ব নেবেন টি.ভি নরেন্দ্রন

প্রকাশিত:

- Advertisement -

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নরসের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিচ্ছেন টাটা স্টিলের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর টি.ভি নরেন্দ্রন। আইআইটি কর্তৃপক্ষ প্রেস রিলিজ প্রকাশ করে এই ঘোষণা করেছেন।

টাটা স্টিলের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর টি.ভি নরেন্দ্রন এনআইটি ত্রিচি ও আইআইএম কলকাতার প্রাক্তনী। বর্তমানে তিনি টাটা স্টিল ইউরোপেরও চেয়ারম্যান। মাইনিং ও মেটাল ইন্ডাস্ট্রিতে ৩৪ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে একাধিক গুরুত্বপূর্ণ পদ ও সম্মানে সম্মানিত তিনি। তিনি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের বোর্ড ও এক্সিকিউটিভ কমিটির মেম্বার। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মাইনিং ও মেটাল গভর্নর কাউন্সিলের যুগ্ম সভাপতিত্ব করেছেন। ইন্ডিয়ান ন্যাশেনাল অ্যাকাডেমি ও ইঞ্জিনিয়ারসের তিনি একজন ফেলো এবং ২০২১-২২ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মেটালসের প্রেসিডেন্ট ছিলেন।

টি.ভি নরেন্দ্রনকে আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নরসের নতুন চেয়ারম্যান হিসাবে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের ডিরেক্টর ভি.কে তিওয়ারি জানিয়েছেন, “কারিগরি ও উৎপাদন জগতে আধিপত্যের পাশাপাশি তিনি একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সমাজে ও উৎপাদন জগতে বাস্তব কার্যকারিতা সম্পর্কে ওয়াকিবহাল।” তাঁর চিন্তাভাবনা, পথ প্রদর্শন আইআইটি খড়গপুরকে আরও উৎকর্ষতার দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রফেসর তিওয়ারি।

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Jhargram Durga Puja : ১৬০ বছরের পুজো গোপীবল্লভপুরে, বক্সী বাড়িতে ‘অপরাজিতা’ রীতি

ঝাড়গ্রাম জেলার (Jhargram) গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের (Gopiballavpur) ঝাড়খন্ড রাজ্যের সীমান্ত লাগোয়া জানাঘাটি গ্রামের...

BDO Car Accident : বিডিও গাড়ির সঙ্গে সংঘর্ষ, পিংলায় মৃত বাইক আরোহী

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যপশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার পিংলা (Pingla) ব্লকের ১২ মাইল এলাকায়...

Sourav Suvendu : সৌরভকে আক্রমণ শুভেন্দুর! “সব ঢপের চপ” কটাক্ষ বিরোধী দলনেতার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যপশ্চিম মেদিনীপুরের (Medinipur) শালবনীতে (Shalboni) প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)...