Lakshmi Puja: দেবী লক্ষ্মীর পুজো হয় রাতে, জানুন কেন ‘কোজাগরী’ রাতে

Lakshmi Puja: দেবী লক্ষ্মীর পুজো হয় রাতে, জানুন কেন ‘কোজাগরী’ রাতে

দুর্গোৎসব শেষ হয়েছে। রবিবার ‘কোজাগরী’ লক্ষ্মী পুজো। আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে ধন, সম্পদ, বৈভবের দেবীর আরাধনা করে বাঙালি৷ এই পুজো কোজাগরী লক্ষ্মী পুজো। পূর্ণিমা তিথিতে রাতে লক্ষ্মী পুজোর এক অন্য তাৎপর্য আছে।

কোজাগরী লক্ষ্মী পুজোয় ‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ থেকে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ হল জেগে আছ। বিশ্বাস অনুযায়ী, দেবী লক্ষ্মী পূর্ণিমার রাতে স্বর্গ থেকে মর্ত্যে আসেন। তিনি এলে ধনসম্পদের আশীর্বাদ করেন। সন্ধ্যাতেই শুরু হয় দেবীর আরাধনা। অনেক ক্ষেত্রে রাতেও চলে দেবীর আবাহন। রাত জেগে লক্ষ্মী দেবীর এই পূজা এসেছে বিভিন্ন প্রচলিত বিশ্বাস ও লৌকিক কাহিনীকে আধার করেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ