Suvendu Adhikari: ‘মমতাকে সুদে আসলে ফিরিয়ে দেব’, সৌমেন্দু প্রসঙ্গে তীব্র আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari: 'মমতাকে সুদে আসলে ফিরিয়ে দেব', সৌমেন্দু প্রসঙ্গে তীব্র আক্রমণ শুভেন্দুর

দুর্গাপুজো কার্নিভাল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি তার শব্দচয়ন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

উত্তরবঙ্গের মালে বিসর্জনের সময়ের হড়কা বানে ঘটা দুর্ঘটনার প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ” এই ঘটনা কলকাতার কোনো ঘাটে হলে মমতা ব্যানার্জি কার্নিভাল করতেন না। উত্তরবঙ্গে ঘটেছে বলেই নাচন কোদন করবেন। সরকারি টাকায় মোচ্ছব। তাতে দুর্গা ঠাকুরের ছবি নেই, ওনার দাতকেলানো ছবি প্রচুর থাকবে।” তিনি আরও বলেন, মালের ঘটনা ঘটার পরে এই কার্নিভাল করা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। এই ধরনের কাজের জন্য উত্তরবঙ্গের মানুষজন নিজেদের বঞ্চিত মনে করে আলাদা রাজ্যের দাবি করেন বলেও অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। রায়গঞ্জ এর ঘটনা প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বক্তব্য, “এখানে পুলিশকে লেলিয়ে দিয়েছে কিভাবে বিজেপি-কে বা বিরোধীদের দমানো যায়। পুলিশের আর একটা কাজ হচ্ছে তোলা তুলে ভাইপোকে পাঠানো।

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

সৌমেন্দু অধিকারীকে পুজোর মধ্যেই ১০ ঘন্টা জেরা প্রসঙ্গে শুভেন্দুর হুশিয়ারি, “বেআইনি কাজ করেছেন। কোর্টে কেমন কানমলা খায় দেখবেন। আমি বহুত শক্ত জিনিস আছি।” অধিকারী পরিবার দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল তা উল্লেখ করে শুভেন্দু জানান, “ব্রিটিশের পুলিশকে অধিকারী পরিবার ভয় করেনি, এই এলি তেলি এদের কে ভয় করে!” এরপরেই শুভেন্দুর হুশিয়ারি, “মমতা বন্দ্যোপাধ্যায়কে সুদে আসলে ফিরিয়ে শুভেন্দু অধিকারী দেবে।”

আরও পড়ুন:  শ্রীরামকৃষ্ণ সারদাপিঠ গার্লস স্কুলে মুখ্যমন্ত্রী, সময় কাটালেন পড়ুয়াদের সঙ্গে

হলদিয়া প্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, “ওখানে একজন টাকলা এসডিপিও আছে রাহুল পাণ্ডে, ভাইপোর পা চাটে। ওর সঙ্গে অমরনাথ আছে। ভাইপো বলেছে কিছু একটা করে দেখাতে হবে তাই করছে এইসব, কিন্তু কিচ্ছু করতে পারবে না। তিনি আরও বলেন, ” আইসি হলদিয়া, এসডিপিও হলদিয়া, এসপি পূর্ব মেদিনীপুরকে কিছুদিনের মধ্যেই এজেন্সি ডাকবে৷”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ