শরতের আগমনে পুজোর আগেই পুজোর শপিং

শরতের আগমনে পুজোর আগেই পুজোর শপিং

সামনেই দুর্গা পূজা। বর্ষা ঠিক সময়ে না এলেও শরৎ কিন্তু এ বিষয়ে খুব সজাগ। ইতি মধ্যেই নদীর ধারে ভরে উঠেছে কাশফুলে। আকাশের বুকেও ভাসছে শরৎ মেঘ। শুধু ঢাকে কাঠি পড়ার অপেক্ষা।

তবে বাঙালির শপিং এর ব্যাপারে ওতো অপেক্ষা করতে নারাজ। এখন থেকেই শুরু হয়ে গেছে পুজোর প্ল্যান। বিশেষ করে শপিং এর প্ল্যান।এক দেড় মাস আগে থেকে পুজো নিয়ে ভাবে না এমন বাঙালি নেই বললেই চলে।

বিশেষ করে সপ্তমী থেকে দশমী কোন দিন কি পরবে এ নিয়ে ভাবনা শুরু হয়ে গেছে বাঙালীর। বঙ্গ নারী মানেই পুজোতে শাড়ির প্রতি ঝোঁক থাকবে এটা স্বাভাবিক। কোন শাড়ি, কোন রং এই বছর ট্রেডিং এ রয়েছে সেদিকেও নজর রাখছে অনেকেই। বাজারে কি কি নতুন ডিজাইন এসেছে সে নিয়েও চলছে আলোচনা। অবস্থা যার যেমনই হোক নিনাদে একটা দুটো শাড়ি তো সবাই কিনবেই।আর কয়েকদিন পরেই ভিড় জমে উঠবে শপিংমল ও বিভিন্ন খুচরা ব্যবসায়ীর দোকান গুলোতে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ