Vidyasagar University : আন্তর্জাতিক সম্মান অধ্যাপক দেবীদাস ঘোষের, উচ্ছ্বসিত মেদিনীপুর

Vidyasagar University : আন্তর্জাতিক সম্মান অধ্যাপক দেবীদাস ঘোষের, উচ্ছ্বসিত মেদিনীপুর

নতুন আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হচ্ছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবীদাস ঘোষ। আইএসএসএন পরিচালিত ইন্টারন্যাশেনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ার্ড কংগ্রেস (IISTAC 2023) কর্তৃক আইএসএসএন পুরস্কারে সম্মানিত হচ্ছেন তিনি। এর আগেও অধ্যাপক ঘোষ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান দেবীদাস ঘোষ। আগামী ২৮ অক্টোবর তামিলনাড়ুর ত্রিচি (Tiruchirappalli) তে অনুষ্ঠিত হতে চলা অনুষ্ঠানে আইএসএসএন পুরস্কারে সম্মানিত হবেন। তাঁর এই সম্মানে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে লণ্ডনের রয়্যাল সোসাইটি অফ বায়োলজির ফেলো নির্বাচিত হন অধ্যাপক দেবীদাস ঘোষ। গত ১ লা জানুয়ারী রয়্যাল সোসাইটির তরফে ই-মেল মারফত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই সংবাদ জানানো হয়। এছাড়া এপ্রিল মাসে বেনারস হিন্দু ইউনিভার্সিটির দ্বারা পরিচালিত এনভায়রনমেন্ট সায়েন্স অ্যাকাডেমির জাতীয় কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে এনইএসএ সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড ২০২৩-এ সম্মানিত হন অধ্যাপক ঘোষ।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ