Kali Puja 2023 : মা কালীর পৌরাণিক কাহিনী, দুষ্টের দমন ও শিষ্টের পালন করেন দেবী

Kali Puja 2023 : মা কালীর পৌরাণিক কাহিনী, দুষ্টের দমন ও শিষ্টের পালন করেন দেবী

দেবী মহামায়ার সংহার রূপ, কালরূপিনী দেবী কালী। শিষ্টের পালন ও দুষ্টের দমন করে সৃষ্টির স্থিতি বজায় রাখেন দেবী কালিকা। দেবী মহামায়ার এই সংহার রূপ সৃষ্টির বর্ণনা আছে কালিকা পুরাণে। দেবীর সেই সংহার রূপকেই পুজো করে থাকি আমরা।

পুরাণ মতে, শুম্ভ এবং নিশুম্ভ নামে দুই অসুর একদা ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল। পাতাল ও মর্ত্যলোক জয়ের পর তারা দেবতাদেরও পরাজিত করে স্বর্গ অধিকার করে। অত্যাচার শুরু হয়। সৃষ্টি হয় অরাজকতা। দেবতাদের দেবলোক ত্যাগ করতে হয়। এই সংকট সময়ে ইন্দ্রসহ অন্যান্য দেবতারা ত্রিদেব তথা ব্রহ্মা, বিষ্ণু, মহেশের শরণাপন্ন হন। তাদের উপদেশে দেবতারা আদ্যাশক্তি মহামায়ার উপাসনা করেন। দেবী আবির্ভূতা হন। মা মহামায়া অবতীর্ণ হলে তিনি দেবতাদের বরাভয় প্রদান করেন। অসুর নিধনে তাঁর রুদ্র রূপ ধারণ করেন দেবী। দেবীর শরীরের কোষ থেকে দেবী কৌশিকীর সৃষ্টি হয়। এরপর দেবী মহামায়া কালো বর্ণ ধারণ করে কালী রূপ নেন। রূদ্র রূপে অসুর সংহার করে সৃষ্টিকে সংকট মুক্ত করেন।

আরও পড়ুন:  Kali Puja 2023 : কালী পুজো কবে? নির্ঘন্ট জেনে নিন এক নজরে

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ