বাড়ির বাগানে পেঁপে চাষ, একনজরে বিষয়বস্তু

বাড়ির বাগানে পেঁপে চাষ, একনজরে বিষয়বস্তু

বাঙালির বাগান তৈরির উপর বিশেষ দুর্বলতা। বাড়ির পাশে অল্প মাটি পেলেই আমরা বাগান বানাতে চেষ্টা করি। তা না জুটলে ছাদে অথবা বারান্দার খোলা দিকে টবের মাটিতে গাছ লাগিয়ে পরিচর্যায় মন দিই। আর সেই গাছগুলির অন্যতম প্রধান উদাহরণ ঘরে ফলানো সবজি। পেঁপের দেখা প্রায়শই তার মধ্যে মেলে।

তবে বাগান বা টবে পেঁপে গাছ লাগানোর আগে আর আকার বৃদ্ধির বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। পেঁপে ফলের মধ্যে যে বীজগুলি পাওয়া যায় সেগুলি জলে ভিজিয়ে রেখে বীজ হিসেবে সংগ্রহ করতে হবে। মাটিতে গোবর সার দিয়ে গাছের জন্য মাটির হালকা মিশ্রণ প্রস্তুত করতে হবে। একটু বেশি জায়গা রেখে সেই বীজ মাটির উপরিভাগে রোপন করে জল দিতে হবে। সাধারণত ১০ দিনের মধ্যেই চারার দেখা মিলবে। প্রতি মাসে গাছে সামান্য গোবর সার দেওয়া প্রয়োজন। প্রচুর সূর্যালোক  পড়বে এমন জায়গায় গাছ রোপন করা উচিত। চারা এলে নিয়মিত জল দিতে হবে। পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য মধ্যে মধ্যে নিম কেক ব্যবহার করা যেতে পারে। গাছ টবে রোপন করলে টবের আকার বৃহৎ হওয়া অবশ্য প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ