- Advertisement -
চন্দ্র অভিযানের পর এবার লক্ষ্য সূর্য্য! এবার সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মধ্যে মহাকাশ যান আদিত্য এল১। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো সোমবার ২৮ অগস্ট জানিয়েছে তাদের সোলার মিশন শুরু হতে চলেছে আগামী ২ সেপ্টেম্বর।
সমস্ত বিষয় ঠিক থাকলে নির্ধারিত দিনে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে শনিবার ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে দেশের প্রথম সোলার রিসার্চ অবজারভেটরি পিএসএলভি সি৫৭ রকেটে চড়ে সূর্যের উদ্দেশ্যে যাত্রা করবে। ইসরো নির্মিত এই মহাকাশযানে রয়েছে সাতটি পেলোড। এর সাহায্যে পর্যবেক্ষণ করা হবে সূর্যের ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের একদম বাইরের আস্তরণ ‘করোনা’। সূর্যের আবহাওয়া-পরিবেশ ও সোলার উইন্ড বিশ্লেষণ করে ইসরোকে তথ্য পাঠাবে আদিত্য এল১।