Medinipur : ছাত্রছাত্রীদের রাখি তৈরির কর্মশালা পলাশী প্রাথমিক বিদ্যালয়ে, সঙ্গে সবুজায়নের বার্তা

Medinipur : ছাত্রছাত্রীদের রাখি তৈরির কর্মশালা পলাশী প্রাথমিক বিদ্যালয়ে, সঙ্গে সবুজায়নের বার্তা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
কচিকাঁচা ছাত্রছাত্রীদের সৃজনশীল মানসিকতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য সারা বছর ধরেই বিভিন্ন কর্মশালা আয়োজিত হয় মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ে। সেই লক্ষ্য থেকেই অন্যান্য বছরের মতো রাখি তৈরির কর্মশালা আয়োজিত হয় শুক্রবার। শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে কর্মশালায় অংশ নেয় প্রায় ১০০ জন ছাত্রছাত্রী।

আরও পড়ুন:  Raksha Bandhan 2023: রাখি বন্ধন কোন রাশির জাতকদের জন্য হতে চলেছে শুভ, জানুন বিস্তারিত

এই দিন পলাশী প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের পর আয়োজিত হয় রাখি তৈরির কর্মশালা৷ প্রায় ১০০ জন ছাত্রছাত্রী হাতেকলমে তৈরি করে ১ হাজারেরও বেশি রাখি। গাছ এঁকে ও স্লোগান লিখে সবুজায়নের বার্তা দেওয়া রাখিও তৈরি করেছে কচিকাঁচারা। সহ শিক্ষক অসীম কুমার মন্ডল জানিয়েছেন, রাখি যেমন মানব ঐক্যের বন্ধনকে মজবুত করবে, ঠিক তেমনি গাছের সঙ্গে আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করবে। শিক্ষকদের সহযোগিতায় গড়ে তোলা সবুজ ক্লাবের মাধ্যমে ছোট ছোট ছাত্রছাত্রীকে গাছকে বন্ধু হিসেবে আগলে রাখার এবং গাছের উপকারিতার কথা ও গাছ বাঁচানোর সচেতনতার বার্তা দেবে গ্রামবাসীদের।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ