জবা ফুল ফোটান বাগানের টবে, জেনে নিন বিস্তারিত

জবা ফুল ফোটান বাগানের টবে, জেনে নিন বিস্তারিত

পুজোর ক্ষেত্রে তো বটেই, চুলের তেল থেকে রোগ প্রতিরোধকারী ঔষধি প্রস্তুতিতে জবা ফুল অপরিহার্য্য। তাছাড়া বাড়িতে টবের মধ্যে রকমারি রঙের জবা ফুল এক লহমায় বৃদ্ধি করবে বাগানের সৌন্দর্য্য।

জবা গাছ আকারে অল্প বড় হওয়ায় ১২ ইঞ্চির টব এর জন্য উপযুক্ত। অর্ধেক বেলে দোঁআশ মাটির সঙ্গে ৪০% শুকনো গোবর এবং ১০% লাল বালি মিশিয়ে প্রথমে প্রস্তুত করতে হবে মাটি। এরপর দুমুঠো ছাই ও এক মুঠো হাঁড়ের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এবার চারা এনে টবে লাগাতে হবে। নিয়মিত দুই বেলা জল দেওয়ার সাথে সাথে ১০ দিন অন্তর সর্ষের খোল পচা জল দিতে হবে। চারা লাগানোর পরে কিছুদিন টবটি ছায়াতেই রাখতে হবে। গাছ বৃদ্ধি পেয়ে সতেজ হলে রৌদ্রে রাখা ভালো। গাছের বৃদ্ধি ঠিক রাখতে ও সঠিক সময়ে ফুল পেতেন বছরে দুই বার ৬ মাস অন্তর ডালপালা অল্প ছেঁটে দেওয়া আবশ্যক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ