বাগানে ফোটান রজনীগন্ধা, জেনে নিন গাছ লাগানোর পদ্ধতি

বাগানে ফোটান রজনীগন্ধা, জেনে নিন গাছ লাগানোর পদ্ধতি

সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এবং ফুলদানী সাজাবার ফুল হিসেবে রজনীগন্ধার কদর বরাবর। সমস্ত অনুষ্ঠনেই কোননা কোনো ভাবে রজনীগন্ধা ব্যবহৃত হওয়ায় এর চাহিদাও সারা বছর থাকে। কিন্তু বাগানেও রজনীগন্ধা সুন্দর গন্ধে আমাদের মোহিত করতে পারে।

টব এবং বাগানের মাটি দুই ক্ষেত্রেই রজনীগন্ধা লাগানো চলে। দোআঁশ ও বেলে মাটি রজনীগন্ধা চাষের জন্যে উপযুক্ত। জমির জলনিষ্কাশনও ভালো হওয়া প্রয়োজন। আগে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপর গোবর পচা সার ভালো করে মিশিয়ে নিতে হবে। মার্চ-এপ্রিল মাস বীজ বপনের জন্য সবচেয়ে ভালো সময়। বাগানের জমিতে চাষ করলে রজনীগন্ধার বীজতলার আশেপাশে অন্তত ৪৫ সেন্টিমিটার ফাঁকা রাখা উচিৎ।

গাছ এসে গেলে আগস্ট মাস পর্যন্ত সমান পরিমাণে ১ মাস পর পর ইউরিয়া দিতে হবে। নিয়মিত রজনীগন্ধা গাছের চারপাশ আগাছা মুক্ত করতে হবে। নিয়মিত জল সিঞ্চন আবশ্যক। কাণ্ড পচা থেকে মুক্তি পেতে মাটিতে ব্রাসিকল প্রয়োগ করা যেতে পারে। Carbendazim ২ গ্রাম / লিটার জলে ১৫ দিনের ব্যবধানে স্প্রে করলে ফুলের বাদামি দাগ দূর হবে। ম্যালাথিয়ন ০.০.১% ৬ গ্রাম প্রতি লিটারে মিশিয়ে একর প্রতি স্প্রে করলে ঘাস ফড়িং এর উৎপাত দূর হবে। রোপণের ৩-৪ মাস পরে ফুল সংগ্রহ করা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ