Dhanteras 2022: ধনতেরাসে পুজোর বিধান, জেনে নিন এক নজরে

Dhanteras 2022: ধনতেরাসে পুজোর বিধান, জেনে নিন এক নজরে

কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস। সোনা-রুপোর গয়না কিনতে ওই দিন ভিড় জমান মানুষ। এই তিথির সঙ্গে জুড়ে আছে অনেক পুরাণ-কথা ও কিংবদন্তী। মূলত লক্ষ্মী, ধন্বন্তরী ও কুবেরের পুজো করা হয় এই দিন।

সুস্বাস্থ্য এবং সমস্ত অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার আশায় আয়ুর্বেদাচার্য্য ধন্বন্তরির পুজো করা হয়। স্নান করানো এবং তাঁর মূর্তির উপর সিঁদুর লাগানো হলে নতুন শস্য নিবেদন করে প্রার্থনা করা হয়।
ধন সম্পদের ভাণ্ডারের দেবতা কুবের। ধূপ, দীপ, ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করে তাঁর কাছে ধন সম্পত্তির প্রার্থনা করা হয়।
লক্ষ্মী পুজোয় প্রথমে ধাতু বা পোড়ামাটি নির্মিত কলস স্থাপন করা হয়। ধানের শীষ, ফুল, ধাতুর মুদ্রা রেখে কলসের  তিন-চতুর্থাংশ জল ও গঙ্গাজলে পূর্ন করা হয়। এরপর ধাতব থালায় আম্র পল্লব দিয়ে ঘট রাখা হয়। ধানের শীষের উপর হলুদ গুড়ো দিয়ে পদ্ম একে মুদ্রা দিয়ে লক্ষ্মী মূর্তি স্থাপন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ