Bhoot Chaturdashi 2023: ভূত চতুর্দশীর দিন ও সময় জানুন

Bhoot Chaturdashi 2023: ভূত চতুর্দশীর দিন ও সময় জানুন

দীপাবলির আগের রাতে পালিত হয় ভূত চতুর্দশী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৪তম দিন অর্থাৎ অমাবস্যার আগের দিন এই ভূত চতুর্দশী। মহালয়ায় জল দানের মতোই পূর্ব চতুর্দশ পুরুষের উদ্দেশ্যে ১৪ টি প্রদীপ জ্বালানো হয় ভূত চতুর্দশীর সন্ধ্যায়। খাওয়া হয় গুলঞ্চ, শুষণী, হিলঞ্চ, জয়ন্তী, ওল, বেতো, সরষে, নিম, শাঞ্চে, কালকাসুন্দে, পলতা, ভাটপাতা, কেঁউ, এবং শৌলফ -মোট ১৪টি শাক।

এই বছরের ভূত চতুর্দশীর দিন ও সময়

এই বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির সূচনা আগামী ১১ নভেম্বর দুপুর ১টা ৫৭ মিনিট থেকে।
তিথি সমাপ্ত হবে ১২ নভেম্বর দুপুর ২টো ৪৪ মিনিটে।
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অমাবস্যার শুরু ১২ নভেম্বর, দুপুর ২/৪/৫১ থেকে।
অমাবস্যা শেষ হবে ১৩ নভেম্বর দুপুর ২/২৮/৩০ মিনিট পর্যন্ত।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ