- Advertisement -
বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বিবাহ সম্পর্কে আজব সব রীতিনীতি। কোনও গ্রামে বিদেশ থেকে মেয়েরা গর্ভবতী হতে আসেন, কোথাও আবার বিয়ের আগে মাসি-পিসির-কাকি দের (Aunt) সঙ্গে শুতে হয় বরকে (Groom)।
বাকি দুনিয়ার কাছে এই প্রথা ভীষণ অদ্ভুত ঠেকালেও, উগান্ডার (Uganda) বানিয়ানকোল জনজাতির (Banyankole Tribe) মধ্যে এটা ভীষণই সাধারণ একটি বিষয়।
বাড়ির মেয়ের যে যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়, সেই যুবক দৈহিক মিলনের জন্য উপযুক্ত কিনা তা পরীক্ষা করার দায়িত্ব গিয়ে পড়ে পিসি-মাসি-কাকিদের ওপর।
তাই হবু বরের সাথে প্রথমে শারীরিক সম্পর্ক স্থাপন করে মেয়ের মাসি-পিসি-কাকি রাত ঠিক করে যে ঐ যুবক তাদের বাড়ির মেয়ের জন্য উপযুক্ত কী না। শুনতে অবাক লাগলেও এই ঘটনা সত্য।