Sahara Refund: সাহারার টাকা ফেরত পাবেন কিভাবে? জানুন আবেদনের উপায়

images 2024 01 19t213853.272

সাহারা ইন্ডিয়ার বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করে আতান্তরে পড়েছিলেন অনেকেই। এবার সেই টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। আবেদনের ভিত্তিতে টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। বিনিয়োগকারীদের তহবিল ফেরত পেতে কেন্দ্রীয় সরকার সাহারা রিফান্ড পোর্টাল চালু করেছিল। এখন পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন। এখন পর্যন্ত প্রায় ২.৫ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী ২৪১ কোটি টাকা ফেরত পেয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 1/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

আবেদনের উপায়-
১. প্রথমে সাহারা রিফান্ড পোর্টালে (https://mocrefund.crcs.gov.in/Depositor/Register) গিয়ে রেজিস্ট্রেশন করুন।
২. সেখান থেকে রিফান্ডের আবেদনের ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করুন।
৩. ফর্মটি পূরণ করার পর স্ক্যান করে আপলোড করুন।
৪. সাহারায় বিনিয়োগের মেম্বারশিপ ও প্রয়োজনীয় নথি দিন।
৫. আপনার আবেদন ফেরিফাই হওয়ার পর নির্দিষ্ট সময়ে ফেরত হওয়া টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 4/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ