Amit Shah : “পাক-কাশ্মীর হামারা হ্যায়”, হুঙ্কার অমিত শাহের

Amit Shah : "পাক-কাশ্মীর হামারা হ্যায়", হুঙ্কার অমিত শাহের

“পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়”, বলে লোকসভায় হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভা এলাকা বিন্যাসের ঘোষণাও করেছেন তিনি। জানিয়েছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হওয়ায় ঐ অঞ্চলের জন্য জম্মু ও কাশ্মীর বিধানসভায় ২৪টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

২০১৯ সালেই জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সংসদের শীতকালীন অধিবেশনে পেশ হতে চলেছে জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, ২০২৩ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল, ২০২৩। বুধবার সেই বিল নিয়েই লোকসভায় আলোচনায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, বিধানসভায় জম্মুতে মোট ৩৭টি আসন বৃদ্ধি পেয়ে ৪৩টি আসন হয়েছে। কাশ্মীরে আগে ৪৬টি আসন ছিল, যা এখন ৪৭ হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন সংরক্ষিত রাখা হচ্ছে। মনোনীত সদস্যদের তালিকায় পাক অধিকৃত কাশ্মীরের এক জন প্রতিনিধিকেও রাখা হবে৷ ফলে পাক অধিকৃত কাশ্মীরের জন্য বিধানসভায় মোট ২৫ সদস্যের আসন সংরক্ষিত থাকবে।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 25/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ