Haldia Petrochemicals : ৩ হাজার কোটির লগ্নি ও কর্মসংস্থান হলদিয়া পেট্রোকেমিক্যালে

Haldia Petrochemicals : ৩ হাজার কোটির লগ্নি ও কর্মসংস্থান হলদিয়া পেট্রোকেমিক্যালে

হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড ব্যবসা সম্প্রসারণের জন্য লগ্নি করতে চলেছে ৩ হাজার কোটি টাকা। আগামী কয়েক বছরে এর ফলে হলদিয়ার পেট্রোকেমিক্যাল শিল্পে আসতে চলেছে বিপুল পরিবর্তন। হতে চলেছে বিপুল প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান। হলদিয়া পেট্রোকেম সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

প্রোপিলিন এবং ফেনলের মতো রাসায়নিকের চাহিদা এখন বৃদ্ধি পেয়েছে। সেই উৎপাদনকে পাখির চোখ করে ২০২৬ সালের মধ্যে দেশের সেরা উৎপাদক হয়ে ওঠার লক্ষ্যে বিনিয়োগ প্রকল্প গ্রহণ করেছে হলদিয়া পেট্রোকেমিক্যাল। উন্নতর প্রযুক্তি ব্যবহার করে হলদিয়ায় তাদের সর্ববৃহৎ রাসায়নিক উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। পরিকল্পনা বাস্তবায়িত হলে তারা বছরে ৩০০ কিলোটন ফেনল এবং ১৮৫ কিলোটন এসিটোন উৎপাদন করতে সক্ষম হবে। ফলে বিপুল প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে রাজ্যে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ