ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত আজ ১২ই এপ্রিল ২০২৩ এর তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭,৮৩০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪,৬৯২ জন। ডিসচার্জ রেট ৯৮.৭২%।
ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪০,২০১৫। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪,৪২,০৭,৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫,৩১,০১৬ জনের।
#Unite2FightCorona#LargestVaccineDrive
- Advertisement -
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/FKxlLD2V9E pic.twitter.com/D2N63DunlM
— Ministry of Health (@MoHFW_INDIA) April 12, 2023
ডেইলি পজিটিভিটি রেট ৩.৬৫%। এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ২২০.৬৬ কোটি। মাস্ক ব্যবহার করুন ও সোশ্যাল ডিসটেন্স মেনে চলুন।