দেশে-বিদেশে করোনার নতুন রুপ ওমিক্রনে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। ভারতে ক্রমবর্ধমান ওমিক্রন সংক্রমণের পরিপ্রেক্ষিতে অনেক রাজ্যে ক্রিসমাস এবং নববর্ষের পার্টি নিষিদ্ধ করা হয়েছে। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪১৫। সুস্থ হয়ে উঠেছেন ১১৫ জন।
- Advertisement -
ক্রমবর্ধমান ওমিক্রন সংক্রমণের পরিপ্রেক্ষিতে ২৫ ডিসেম্বর থেকে নতুন বছর পর্যন্ত কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য সরকারগুলো। রাজ্যগুলি বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। মধ্যপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশেও জারি হয়েছে রাতের কারফিউ। এছাড়াও মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক, গুজরাটেও বহু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
- Advertisement -
এখন পর্যন্ত মহারাষ্ট্রে সর্বোচ্চ ১০৮ জন ওমিক্রন ভেরিয়েন্টের আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠছেন ৪২ জন। দিল্লিতে ৭৯ জন ওমিক্রন ভেরিয়েন্টের আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠছেন ২৩ জন। গুজরাটে ৪৩ জন ওমিক্রন ভেরিয়েন্টের আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠছেন ৫ জন।
- Advertisement -
মহারাষ্ট্র,দিল্লি,গুজরাট ছাড়াও আরো ১৪ টি রাজ্যও ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ ভারতের ১৭ টি রাজ্যে মোট ৪১৫ জন আক্রান্ত হয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ওমিক্রনে ৩ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ১ জন। মাস্ক ব্যবহার করুন ও সোশ্যাল ডিসটেন্স মেনে চলুন।