Friday, September 22, 2023

ভয়াবহ বিপদের মুখে বিশ্ব! অ্যান্টার্কটিকায় বয়ফ গলে ১০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

প্রকাশিত:

- Advertisement -

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভাঙতে শুরু করেছে অ্যান্টার্কটিকার বরফ। এতে করে হুমকির মুখে পড়েছে সেখানকার জীববৈচিত্র। ইতোমধ্যে ১০ হাজার পেঙ্গুইনের মৃত্যু ঘটেছে সেখানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, অল্পবয়সী পেঙ্গুইনের পায়ের নিচ থেকে বরফ গলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই পানিতে পরে যায় তারা। বয়স কম হওয়ায় কোনো পেঙ্গুইন ডুবে মারা যায়, কোনোগুলো ঠান্ডা জমে। ২০২২ সালের শেষদিকে মহাদেশের পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে। স্যাটেলাইট থেকে সেই দৃশ্য রেকর্ড করা হয়।

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে এর ড. পিটার ফ্রেটওয়েল বলেন, এটা ছিল আমাদের জন্য ভয়াবহ এক অশনিসংকেত। এখানকার ৯০ শতাংশ এমপেরর পেঙ্গুইন এখন বিলুপ্তির পথে। তিনি বলেন, এই প্রজাতির পেঙ্গুইনগুলো বংশবৃদ্ধির জন্য সমুদ্রের ওপরের বরফ প্রয়োজন। এটি স্থির থাকে এবং শিশ পেঙ্গুইনদের এখানে নিয়ে আসে। কিন্তু এখন বরফ গলায় তাদের প্রজাতি হুমকিতে পড়েছে।

তবে এখনও আশা আছে বলে জানান এই বিজ্ঞানী। তিনি বলেন, আমরা কার্বন নি:সরণ কমাতে পারলে বেশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ করতে পারি। যদি আমরা না করি তাহলে সুন্দর প্রাণিগুলো বিলুপ্ত হয়ে যাবে।

কমিউনিকেশন আর্থ অ্যান্ড এনভয়ারনমেন্ট জার্নালে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ড. ফ্রেটওয়েল ও তার সহকর্মীরা। গবেষণায় তারা পাঁচটি কলোনি শনাক্ত করেন। ইউরোপীয় ইউনিয়নের সেন্টিনেল-২ স্যাটেলাইট থেকে তারা পেঙ্গুইনদের পর্যবেক্ষণ করেন।

প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনগুলো মার্চ মাসের দিকে পানিতে ঝাঁপ দেয়, ডিম পাড়ে এমং তা দেয়। পরের মাস থেকে তারা বাচ্চাদের বড় করতে শুরু করে। গবেষকরা দেখেন, নভেম্বর থেকে সেখানে অস্বাভাবিক ঘটনা ঘটছে। চারটি কলোনি বংশবৃদ্ধি করতে ব্যর্থ হচ্ছে।

২০১৬ সাল থেকে অ্যান্টার্কটিকার বরফ গলতে শুরু করে। এখন সর্বোচ্চ খারাপ অবস্থায় আছে মহাদেশটি। গত দুই গ্রিষ্মে রেকর্ড হারে গলেছে বরফ।

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Medinipur : শহরের ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযান পুরসভার! “মাল তুলে নিয়ে যাবো”, হুঁশিয়ারি পৌরপ্রধানের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যমেদিনীপুর শহরের (Medinipur) কলেজ স্কোয়ারে ফুটপাতের (Footpath Stall) উপর থাকা বেআইনি...

Todays Petrol Diesel Price 18/9/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

Jhargram : রাজপথে গজরাজ! ক্যামেরাবন্দী বালিভাষা টোল ট্যাক্সে

রবিবাসরীয় সকালে রাজপথে গজরাজ (Elephant)! হাতিটির গজেন্দ্রগমন ক্যামেরাবন্দী হল ঝাড়গ্রামে (Jhargram) বালিভাষা টোল ট্যাক্স...