PM Kisan Samman Nidhi : কৃষকদের বছরে মিলবে ৪২০০০ টাকা, পেতে কি করতে হবে

PM Kisan Samman Nidhi : কৃষকদের বছরে মিলবে ৪২০০০ টাকা, পেতে কি করতে হবে

প্রতি মাসে ৩০০০ টাকার সুবিধা আপনিও পেতে পারেন । কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় (PM Kisan yojana) সুবিধাভোগীদের বছরে ৩৬ হাজার টাকার সুবিধা দেওয়া হচ্ছে ৷ আপনিও যদি কিষাণ যোজনার (PM Kisan Samman Nidhi) সুবিধা পেয়ে থাকেন তাহলে এবার মোট ৪২ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন ৷ কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে , প্রতি কৃষক পরিবারের অ্যাকাউন্টে তিন কিস্তিতে ২০০০ টাকা করো মোট ৬০০০ টাকা সরকার সরকার দেওয়ার কথা।

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার সুবিধা পেয়ে থাকেন ৷ এর জেরে কৃষকরা বছরে ৩৬০০০ টাকা পেয়ে থাকেন ৷ মানধন যোজনার জন্য আলাদা করে ডকুমেন্ট দেওয়ার দরকার পড়ে না ৷

কিভাবে পাবেন ৪২০০০ টাকা?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায়
কৃষকদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হয়, অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা ৷ প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কৃষকরা ২০০০ টাকা ৩টি কিস্তিতে পেয়ে থাকেন ৷ অর্থাৎ বছরে ৬০০০ টাকা ৷ কোনও কৃষক যদি দুটি যোজনার সুবিধা পেয়ে থাকেন তাহলে বছরে পেয়ে যাবেন ৪২০০০ টাকা।
প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় ১৮ থেকে ৪০ বছরের কৃষকরা এই স্কিমের সুবিধা পেয়ে পারেন, কিন্তু এর জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে ৷ কৃষকের কাছে কমপক্ষে ২ হেক্টর চাষের জমি থাকতে হবে ৷ প্রতি মাসের হিসেবে ৫৫ থেকে ২০০ টাকার প্রিমিয়াম জমা দিতে হবে ৷

কত টাকার প্রিমিয়াম দিতে হবে:
১৮ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে প্রতি মাসে ৫৫ টাকা দিতে হবে, ৩০ বছরে এই যোজনায় যুক্ত হলে দিতে হবে ১১০ টাকা প্রিমিয়াম এবং ৪০ বছরে ২০০ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ মানধন যোজনা এক ধরনের পেনশন যোজনা ৷ এর মাধ্যমে কৃষকদের প্রতি মাসে পেনশন দেওয়া হবে ৷ কৃষকরা ৬০ বছর বয়সের পর প্রতি মাসে কেন্দ্র সরকারের কাছ থেকে পেনশন পাবেন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ