Amar Karmadisha : ট্রেনিং করে কাজের সুযোগ, নজরে রাজ্য সরকারের ‘আমার কর্মদিশা’ প্রকল্প

Amar Karmadisha : ট্রেনিং করে কাজের সুযোগ, নজরে রাজ্য সরকারের 'আমার কর্মদিশা' প্রকল্প

শিক্ষিত ও কর্মহীন যুবক যুবতীদের কর্মউপযোগী ট্রেনিং দিয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে চাকরির যোগ্য করে তুলতে ও দিশা দেখাতে নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। প্রকল্পের নাম ‘আমার কর্মদিশা’। রাজ্যের কারিগরী শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:  নতুন রাজনীতি, গনতন্ত্র রক্ষার দায়িত্ব দেওয়া হোক এদের হাতেই

রাজ্য সরকার রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থানকে গুরুত্ব দিতেই এই প্রকল্প এনেছে। প্রকল্পের মাধ্যমে রাজ্যের বড় বড় সংস্থায় ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। কর্মমূলক দক্ষতার উপরে জোর দেওয়া হবে। পলিটেকনিক ও আইটিআই প্রতিষ্ঠানে কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ থাকলে বিশেষ সুযোগ দেওয়া হবে। আগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প। ‘আমার কর্মদিশা’ প্রকল্পের আবেদন করা যাবে এই ক্যাম্প থেকেও। এছাড়া প্লে স্টোর থেকে ‘আমার কর্মদিশা’ অ্যাপটি ডাউনলোড করে বা ওয়েবসাইটে গিয়ে বিশদে জানা যাবে।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 29/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ