অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২ এ ইতিহাস গড়েছেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার রাজ অঙ্গদ বাওয়া। রাজ বাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। গতরাতে উগান্ডার বিপক্ষে দলের শেষ গ্রুপ ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
- Advertisement -
চণ্ডীগড়ের রাজ বাওয়া টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানকে পিছনে ফেলে দেন। ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিখর ধাওয়ান ঢাকায় স্কটল্যান্ড অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে অপরাজিত ১৫৫ রান করেছিলেন। রাজ অঙ্গদ বাওয়া গতরাতে উগান্ডার বিপক্ষে ম্যাচে ১০৮ বলে ১৪ চার ও আটটি ছক্কার সাহায্যে ১৬২ রান করে অপরাজিত থাকেন, এবং শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙে দেন।
- Advertisement -
এই ম্যাচে রাজ অঙ্গদ বাওয়া ছাড়াও ওপেনার আংকৃশ রঘুবংশী ১২০ বলে ২২টি চার ও চারটি ছক্কার সাহায্যে ১৪৪ রান করেন। তাদের ইনিংসের জন্য ধন্যবাদ, তাদের ইনিংসের ওপর দাঁড়িয়ে ভারত ৫০ ওভারে ৪০৫ বিশাল স্কোর করে।
- Advertisement -
এটি টুর্নামেন্টের ইতিহাসে ভারতীয় দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এবং সামগ্রিকভাবে পঞ্চম সর্বোচ্চ।ভারতীয় দল উগান্ডাকে ৩২৬ রানে হারিয়ে তাদের গ্রুপের টেবিল-টপার হিসেবে শেষ করেছে।