গোয়া নির্বাচন : গোয়ার তৃণমূল দফতরে দুষ্কৃতীদের তান্ডবের অভিযোগ

গোয়ার বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে গোয়ায় সাফল্যের মাধ্যমে সর্বভারতীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা তুলে ধরতে তৎপর তৃণমূল কংগ্রেস। একাধিক বার গোয়া সফর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ম্ময় বন্দ্যোপাধ্যায়। সাংসদ মহুয়া মৈত্রকে দেওয়া হয়েছে সেই রাজ্যের দায়িত্ব। তারই মধ্যে গোয়ার রাজধানী পানাজির তৃণমূল দফতরে শুক্রবার রাতে দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠল।

আরও পড়ুন:  রক্তাক্ত কেশপুর! তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি, উড়লো তৃণমূল কর্মীর হাত

তৃণমূলের তরফে অভিযোগ আনা হয়েছে, বেশ কয়েকজন পুলিশ কর্মীর মদতে তৃণমূলের দফতরে হামলা চালানো হয়। মারধর করা হয় নিরাপত্তা রক্ষীদের। পোস্টার-ব্যানার ছেড়া হয় বলেও অভিযোগ। ইতিমধ্যে তৃণমূলের তরফে নির্বাচন কমিশন ও পুলিশে অভিযোগ জানানো হয়েছে। হামলার নেপথ্যে বিজেপি-র থাকার অভিযোগ ইঙ্গিতে এনেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর অভিযোগ, ভয় পেয়ে হামলা চালানো হয়েছে। কারন, জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  Akhil Giri : ফের ক্ষমাপ্রার্থনা অখিল গিরির, রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের জন্য “অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ