IND vs AUS T20 : বিরাটের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে সূর্যের,অস্ট্রেলিয়া সিরিজে এই কাজটি করতে হবে

IND vs AUS T20 : বিরাটের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে সূর্যের,অস্ট্রেলিয়া সিরিজে এই কাজটি করতে হবে

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২৩শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে। এই সিরিজটি সূর্যকুমার যাদবের জন্য খুব স্পেশাল হতে চলেছে। প্রথমবার ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে। একইসঙ্গে এই সিরিজে বিরাট কোহলির একটি বড় রেকর্ড ভাঙারও সুযোগ থাকবে।

যদি সূর্যকুমার যাদব এই সিরিজের ৫ ম্যাচে ১৫৯ রান করেন, তাহলে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ২০০০ হাজার রান করতে পারেন। এই রেকর্ড বর্তমানে বিরাট কোহলিনামে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রানের সীমা অতিক্রম করতে ৫৬টি ইনিংস খেলেছিলেন কোহলি। সূর্যকুমার যাদব এখন পর্যন্ত ৫০ ইনিংসে ১৮৪১ রান করেছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রান করা ব্যাটসম্যান দের তালিকা :
বাবর আজম- ৫২ ইনিংসে।
মোহাম্মদ রিজওয়ান- ৫২ ইনিংসে।
বিরাট কোহলি – ৫৬ ইনিংসে।
কেএল রাহুল- ৫৮ ইনিংসে।
অ্যারন ফিঞ্চ- ৬২ ইনিংসে।

ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ক্রীড়াসূচি:
১ম টি-টোয়েন্টি: ২৩ই নভেম্বর, বিশাখাপত্তনম।
২য় টি-টোয়েন্টি: ২৬ই নভেম্বর, তিরুবনন্তপুরম।
তৃতীয় টি-টোয়েন্টি: ২৮ই নভেম্বর, গুয়াহাটি।
৪র্থ টি-টোয়েন্টি: ১লা ডিসেম্বর, রায়পুর।
পঞ্চম টি-টোয়েন্টি: ৩ই ডিসেম্বর, বেঙ্গালুরুতে।
ম্যাচ গুলো সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। ম্যাচ গুলো সরাসরি দেখা যাবে স্পোর্টস 18 টিভি চ্যানেলে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ