এশিয়ান গেমসের (Asian Games 2023) ক্রিকেট প্রতিযোগিতা (T20 Cricket) শুরু হয়েছে। গেমসের নেপাল বনাম মঙ্গোলিয়া (Nepal vs Mongolia) ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৬টি নজির গড়লো নেপাল (Nepal Cricket Match)। চুরমার হল টি২০ ক্রিকেটে যুবরাজ সিং (Yuvraj Singh) -এর দ্রুততম অর্ধশত রান ও রোহিত শর্মার (Rohit Sharma) দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড।
এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে নেপাল বনাম মঙ্গোলিয়া ম্যাচ ছিল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে নেপাল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করে তারা। এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেটে ২৭৮ রান করেছিল আফগানিস্তান। সেই রেকর্ড ভেঙে যায়। অন্যদিকে এরপর নেপালের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে ৪১ রানে অল আউট হয়ে যায় মঙ্গোলিয়া। ২৭৩ রানে হারে তারা৷ এর আগে ২০১৯ সালে তুরস্ককে ২৫৭ রানে হারিয়েছিল চেক রিপাবলিক। নেপাল ২৭৩ রানে মঙ্গোলিয়ার বিরুদ্ধে জেতায় সেই নজিরও ভাঙে৷
- Advertisement -
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩৪ বলে শতরান করেন নেপালের ৩ নম্বরে নামা ব্যাটার কুশল মালা৷ ভেঙে দেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের ৩৫ বলে টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০১৭ সালে রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ও মিলার বাংলাদেশের বিরুদ্ধে এই রেকর্ড গড়ে ছিলেন। কুশল মঙ্গোলিয়ার বিরুদ্ধে সেই নজির ভেঙে দেন এবং শেষ পর্যন্ত ৮টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ৫০ বলে ১৩৭ রান করে অপরাজিত থাকেন।
- Advertisement -
এখানেই শেষ নয়! নেপালের হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নেমে দীপেন্দ্র সিং আইরি ভেঙে দিয়েছেন টি২০ ক্রিকেটে যুবরাজ সিং-এর দ্রুততম হাফ সেঞ্চুরির নজির। ২০০৭ সালের আইসিসি টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজ ১২ বলে অর্ধশত রান করেছিলেন। দীপেন্দ্র মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৯ বলে অর্ধশত রান করেন। শেষ পর্যন্ত ১০ বলে ৮টি ছক্কার সাহায্যে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। তিনি ৫২০ স্ট্রাইক রেটে রান করে টি২০ ক্রিকেটে সেরা স্ট্রাইক রেটেরও নজির গড়েছেন।