Virat Kohli : কোহলির জন্মদিনে শতরান উপহার! সচিনকে ছুঁলেন বিরাট

Virat Kohli : কোহলির জন্মদিনে শতরান উপহার! সচিনকে ছুঁলেন বিরাট

বিগত একদশক ধরে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে যুগান্তকারী নাম বিরাট কোহলি। পিচ সহজ হোক বা কঠিন! রান তাড়া হোক বা প্রথমে ব্যাট, বিরাটের ব্যাট থেকে আসে রানের ফুলঝুরি। নিজের জন্মদিনেও সেই ধারা অব্যাহত রাখলেন তিনি। কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে নিজের ৪৯ তম শতরান করে সচিন তেন্ডুলকারকে ছুঁলেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট। কিন্তু বিশ্বকাপে তিন বার শতরানের দোরগোড়ায় গিয়েও আউট হয়েছেন। যা নিয়ে আক্ষেপ তৈরি হচ্ছিল ভক্তদের মনে। নিজের ৩৫ তম জন্মদিনে ৪৯ তম শতরান করে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট সর্বোচ্চ শতরানকারী সচিনকে স্পর্শ করলেন তিনি। জন্মদিনে ভক্তদেরই উপহার দিলেন বিরাট।

আরও পড়ুন:  প্রেম থেকে যুদ্ধ – ফুটবলের ইতিহাসে ঘটে যাওয়া কিছু ঘটনা

এইদিন প্রথমে ব্যাট করতে নেমে বিস্ফোরক শুরু করেন রোহিত। যোগ্য সঙ্গত দিচ্ছিলেন শুভমন। কিন্তু দুই জনেই ভালো শুরু করেও আউট হন। প্রায় ১০ ওভার অতিক্রান্ত হওয়ার পরেই দুই ওপেনার প্যাভিলিয়নে যাওয়ার পর হাল দলের ধরেন কোহলি ও শ্রেয়স। পিচ যথেষ্ট মন্থর ছিল। বল থমকে আসছিল। ১৩৪ রানের পার্টনারশিপ গড়েন কোহলি ও শ্রেয়স। আক্রমণের বদলে সিঙ্গেল নিয়ে স্কোর বোর্ড সচল রাখেন। পরে শ্রেয়স ৭৭ রানে আউট হলেও শতরান সম্পূর্ণ করেন কোহলি। শেষ পর্যন্ত ১০১ রানে নট আউট থাকেন।

আরও পড়ুন:  ODI WC 2023: ছক্কা খেয়ে রেকর্ড করলেন পাকিস্তানের বোলার হারিস রউফ,এখন পর্যন্ত এত গুলো ছক্কা খেয়েছেন

শেষের দিকে সঙ্গত দেন সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাদেজা। সূর্য ১৪ বলে ২২ ও জাদেজা ১৫ বলে ২৯ করেন। দক্ষিণ আফ্রিকার সামনে ৩২৭ রানের লক্ষ্য রেখেছে ভারত। যদিও এই বিশ্বকাপে বিধ্বংসী ফর্মে থাকা ডি কককে নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ। এখন দেখার বোলাররা ম্যাচ জিতিয়ে বিরাটকে দলের তরফে বিরাটকে জন্মদিনের উপহার দিতে পারেন নাকি!

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ