Pro-Kabaddi League: কাবাডি লিগ আগে জিতেছে কারা, কি বলছে রেকর্ড বুক

Pro-Kabaddi League: কাবাডি লিগ আগে জিতেছে কারা, কি বলছে রেকর্ড বুক

প্রো-কাবাডি লিগের দশম সিজন শুরু হবে ২ ডিসেম্বর। ১২টি ভেনুতে দেশের ১২টি দল পরস্পরের মুখোমুখি হবে। আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত লিগ পর্যায়ের খেলা চলবে। তারপর প্লে অফ৷ যদিও প্লে অফের দিনক্ষণ ও ভেনু এখনও ঘোষিত হয়নি। মুখোমুখি হতে চলা দলগুলোর মধ্যে রেকর্ড সংখ্যক ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে পাটনা পাইরেটস। ২ বার খেতাব অধিকার করেছে জয়পুর পিঙ্ক প্যান্থারস।

বিগত ৯টি সিজনে কারা কারা চ্যাম্পিয়ন –
প্রথম সিজন- জয়পুর পিঙ্ক প্যান্থারস
দ্বিতীয় সিজন – ইউ মুম্বা
তৃতীয় সিজন – পাটনা পাইরেটস
চতুর্থ সিজন – পাটনা পাইরেটস
পঞ্চম সিজন – পাটনা পাইরেটস
ষষ্ঠ সিজন – বেঙ্গালুরু বুলস
সপ্তম সিজন – বেঙ্গল ওয়ারিয়র্স
অষ্টম সিজন – দাবাং দিল্লি কেসি
নবম সিজন – জয়পুর পিঙ্ক প্যান্থারস
এখন দেখা যাক, আসন্ন প্রো-কাবাডি লিগ দশম সিজনে কোন দল পায় খেতাব।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ