Medinipur : খেলা ছাড়া কিছু নয় মেদিনীপুর কলেজিয়েট মাঠে! সামনে আদালতের রায়

Medinipur : খেলা ছাড়া কিছু নয় মেদিনীপুর কলেজিয়েট মাঠে! সামনে আদালতের রায়

মেলা থেকে যথেচ্ছ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি চলেছে মেদিনীপুর (Medinipur) কলেজ কলেজিয়েট মাঠে! এবার তার অবসান! খেলা ছাড়া অন্য কোনও কাজে এই মাঠ ব্যবহার করা যাবেনা! সেই সঙ্গে ঐতিহাসিক মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠের অধিকার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকছে মেদিনীপুর কলেজ এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলেরই হাতে। মেদিনীপুর জেলা আদালতের নির্দেশ উল্লেখ করে তা জানিয়েছে মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সত্যরঞ্জন ঘোষ।

আরও পড়ুন:  মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের নাম মুছে ফেলতে শুভেন্দুর নতুন কৌশল

ঘটনার সুত্রপাত ২০২০ সালে। অভিযোগ, জেলা প্রশাসন অনুমতি মেদিনীপুর কলেজ কলেজিয়েট কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই যথেচ্ছ ভাবে মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠ ব্যবহার করছিল। মাঠের অধিকার নিয়ে মাঠ কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসনের বিরোধ বাধে। অভিযোগ, কলেজ-কলেজিয়েট কর্তৃপক্ষকে না জানিয়ে জেলা প্রশাসন সরকারি বা খাস জমি হিসেবে রেকর্ড করে নেয় মাঠটি। মামলা যায় আদালতে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

শুক্রবার সাংবাদিক বৈঠক করেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কলেজ কলেজিয়েট কর্তৃপক্ষের আইনজীবী। অধ্যক্ষ জানান, মেদিনীপুর জেলা আদালতের নির্দেশ অনুযায়ী খেলাধুলা ছাড়া অন্য কাজে মাঠের ব্যবহার হবে না। মাঠ ব্যবহারের জন্য কলেজ কলেজিয়েট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ