Pro Kabaddi League: কারা সবচেয়ে সফল দল কাবাডি লিগে? কারা রয়েছেন টিমে?

Pro Kabaddi League: কারা সবচেয়ে সফল দল কাবাডি লিগে? কারা রয়েছেন টিমে?

প্রো কাবাডি লিগ শুরু হচ্ছে ২ রা ডিসেম্বর। দেশের ১২টি স্টেডিয়ামে ১২টি দল পরস্পরের মুখোমুখি হবে গ্রুপ পর্যায়ের খেলায়। তারপর নক আউট। যদিও নক আউট পর্যায়ের ভেনু এখনও ঘোষিত হয়নি। এখনও পর্যন্ত প্রো কাবাডি লিগের ৯টি সিজন সম্পন্ন হয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সিজন চ্যাম্পিয়ন হয়েছে পাটনা পাইরেটস। ৫টি সিজনে নক আউট খেলেছে তারা। এখনও পর্যন্ত পাটনা পাইরেটস কাবাডি লিগের সফলতম দল।

এবারেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ের কোর্টে নামবে পাটনা পাইরেটস। সেই মতো দল সাজিয়েছে তারা। দলের অধিনায়ক প্রশান্ত কুমার রাই। দেখে নেওয়া যাক দলের বিভিন্ন পজিশনে রয়েছেন কারা।

রেডার – সচিন, রনজিৎ ভেঙ্কটরমন নাইক, অনুজ কুমার, রাকেশ নারওয়াল, মনজিৎ, কুনাল মেহতা, সুধাকর এম, ঝেঙ ওয়েই ছেং, সন্দীপ কুমার।

ডিফেন্ডার – নীরজ কুমার, ত্যাগরাজন যুবরাজ, নভিন শর্মা, মনীশ, কৃশন, মহেন্দ্র চৌধরী, অভিনন্দ সুভাষ, সঞ্জয়, দীপক কুমার।

অলরাউন্ডার – ড্যানিয়েল ওমনডি ওধিয়াম্বো, সাজিন চন্দ্রশেখর, অঙ্কিত, রোহিত।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ