World Cup 2023 : বোলার বিরাটের চমক! ৭ বছর পর নিলেন উইকেট

World Cup 2023 : বোলার বিরাটের চমক! ৭ বছর পর নিলেন উইকেট

এইবারের ক্রিকেট বিশ্বকাপের শুরু থেকেই চমক দেখাচ্ছে ভারত! রাউন্ড রবিনের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তা অব্যাহত! বল হাতে উইকেট তুলে নিলেন বিরাট কোহলি, দীর্ঘ ৭ বছর পর।

অনেক আগেই সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে ভারত। অবস্থানও টেবিল শীর্ষে। লিগের শেষ ম্যাচ খেলতে নেমে ভারত বোলিং ব্যাটিং অনুশীলন সারলো। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪১০ রান খাড়া করেন ভারতীয় ব্যাটাররা। অর্ধশত রান করেন রোহিত, শুভমন, কোহলী। সেঞ্চুরি আসে রাহুল ও শ্রেয়সের ব্যাট থেকে। বল করতে নেমে রোহিত প্রায় সবাইকে দিয়ে বল করান।

মাঝের ওভারগুলোতে যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের বল ভালো খেলছিল স্কটরা। রোহিত বল দেন বিরাটের হাতে। নিজের দ্বিতীয় ওভারে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেট তুলে নেন বিরাট। নেদারল্যান্ডস অধিনায়ক লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে। বিরাট উইকেট পেতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভারতীয় খেলোয়াড়েরা। গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় বিরাট পত্নী অনুষ্কাকেও।

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ