বড় খবর: হাওড়া সহ একাধিক শাখায় ২২ টি রুটের ট্রেন বাতিল

বড় খবর: হাওড়া সহ একাধিক শাখায় ২২ টি রুটের ট্রেন বাতিল

রেলের তরফে উন্নয়নমূলক কাজ চলবে দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ের বিলাসপুর ডিভিশনে। সেই কারণে ১ জানুয়ারি পর্যন্ত হাওড়া সহ একাধিক শাখার ২২ টি রুটে ট্রেন বাতিল করা হয়েছে। সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের তরফে ফেসবুক পোস্ট করে বাতিল হওয়া ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলি হল-

১২৮৭০ হাওড়া-মুম্বাই এক্সপ্রেস – ২৪ ডিসেম্বর
১২৮৬৯ মুম্বাই-হাওড়া এক্সপ্রেস – ২৬ ডিসেম্বর
১২৭৬৭ হুজুর সাহেব নান্ডেড-সাঁতরাগাছি এক্সপ্রেস – ২৭ ডিসেম্বর
১২৭৬৮ সাঁতরাগাছি-হুজুর সাহেব নান্ডেদ – সাঁতরাগাছি এক্সপ্রেস – ২৯ ডিসেম্বর
২২৮৪৩ বিলাসপুর-পাটনা এক্সপ্রেস – ২৪ ডিসেম্বর
২২৮৪৪ পাটনা-বিলাসপুর এক্সপ্রেস – ২৬ ডিসেম্বর
১২৮১২ হাতিয়া-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস – ২৪, ২৫ ডিসেম্বর
১২৮১১ লোকমান্য তিলক টার্মিনাস-হাতিয়া এক্সপ্রেস – ২৬, ২৭ ডিসেম্বর
২০৯৭১ উদয়পুর-শালিমার এক্সপ্রেস – ২৫ ডিসেম্বর

২০৯৭২ শালিমার-উদয়পুর এক্সপ্রেস – ২৬ ডিসেম্বর
২২৫১২ কামাখ্যা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস – ২৫ ডিসেম্বর
২২৫১১ লোকমান্য তিলক টার্মিনাস-কামাখ্যা এক্সপ্রেস – ২৮ ডিসেম্বর
১২৮১০ হাওড়া-মুম্বাই মেল – ২৬ ডিসেম্বর
১২৮০৯ মুম্বাই-হাওড়া মেল – ২৮ ডিসেম্বর
১২১৫১ লোকমান্য তিলক টার্মিনাস-শালিমার এক্সপ্রেস – ২২, ২৩, ২৯ ডিসেম্বর
১২১৫২ শালিমার-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস – ২৪, ২৫, ৩১ ডিসেম্বর
১২৯৪৯ পোর বন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস – ২৪ ডিসেম্বর

১২৯৫০ সাঁতরাগাছি-পোর বন্দর এক্সপ্রেস- ২৬ ডিসেম্বর
২২৮৯৪ হাওড়া-সাঁইনগর শিরডি এক্সপ্রেস – ২৩, ৩০ ডিসেম্বর
২২৮৯৩ সাঁইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস – ২৫ ডিসেম্বর, ১ জানুয়ারি
০৮৮৬১ গন্ডিয়া-ঝাড়সুগুডা স্পেশাল – ২৩, ৩০ ডিসেম্বর
০৮৮৬২ ঝাড়সুগুডা-গন্ডিয়া স্পেশাল – ২৪, ৩১ ডিসেম্বর

এছাড়াও ১২৮৩৪ হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস, ৩০ ডিসেম্বর পর্যন্ত ঝাড়সুগুডা থেকে রায়গড় প্যাসেঞ্জার ট্রেন হিসেবে চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ