আজ থেকে খড়গপুর-হাওড়া শাখায় ১২ টি নতুন ট্রেন, জানুন বিস্তারিত

আজ থেকে খড়গপুর-হাওড়া শাখায় ১২ টি নতুন ট্রেন, জানুন বিস্তারিত

লকডাউনের কারনে একসময় বন্ধ হয়েছিল স্বাভাবিক রেল পরিষেবা। পরে ধীরে স্বাভাবিক হয়েছে। দীর্ঘসময় ধরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-হাওড়া শাখায় বন্ধ থাকা ১২ টি লোকাল ট্রেন ১ এপ্রিল থেকে চালু হচ্ছে। ট্রেনগুলির মধ্যে হাওড়া থেকে খড়গপুর, মেদিনীপুর, মেছেদাপাঁশকুড়া শাখায় আলাদা ভাবে তিনটি করে লোকাল ট্রেন চালু হচ্ছে।

আরও পড়ুন:  Kharagpur: রাতভোর অবৈধ বালি খাদান অভিযান, বিজেপির বিরুদ্ধে বালি উত্তোলনের অভিযোগ অজিত মাইতির

চালু হওয়া লোকাল ট্রেনগুলির পুরাতন টাইমটেবিল অনুযায়ী সময়সূচী –
*নতুন সময়সূচী ভিন্ন হতে পারে*

আরও পড়ুন:  Sukanta Majumdar : “পুলিশ কামড়ালে কি ভ্যাকসিন নিতে হবে”, তীব্র কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির

৩৮৪০২ পাঁশকুড়া(০৩:০৫)-হাওড়া লোকাল
৩৮৪০৪ পাঁশকুড়া(০৩:২৫)-হাওড়া লোকাল
৩৮৪০৮ পাঁশকুড়া(০৪:৩২)-হাওড়া লোকাল
৩৮৩০২ মেছেদা(০৩:০৫)-হাওড়া লোকাল
৩৮৩০৪ মেছেদা(০৩:৫০)-হাওড়া লোকাল
৩৮৩০৬ মেছেদা(০৪:৩৫)-হাওড়া লোকাল
৩৮৭০২ খড়গপুর(০৩:০০)-হাওড়া লোকাল
৩৮৭০৩ হাওড়া(০৩:৩০)-খড়গপুর(০৬:১০) লোকাল
৩৮৭০৪ খড়গপুর(০৩:৫০)-হাওড়া লোকাল
৩৮৮০৩ হাওড়া(০৪:২৫)-মেদিনীপুর(০৭:৩৫) লোকাল
৩৮৮০২ মেদিনীপুর(০৪:০৫)-হাওড়া লোকাল
৩৮৮০১ হাওড়া(০২:৪৫)-মেদিনীপুর(০৫:৪৫) লোকাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ