- Advertisement -
চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত ঝাড়গ্রাম রেঞ্জের বাঁদরভুলা বিটের জুয়ালভাঙ্গার জঙ্গল সংলগ্ন জমিতে উদ্ধার হয়েছে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ। যদিও হাতিটির মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে বন দফতর।
জানা গিয়েছে, লোধাশুলি ও ঝাড়গ্রাম রেঞ্জের বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে কয়েকটি হাতির দল । বাঁদরভুলা বিটে মঙ্গলবার ২৭টি হাতির একটি দল ছিল। এইদিন সকালে বাঁদরভুলা বিটের জুয়ালভাঙ্গার জঙ্গল সংলগ্ন একটি বরবটি চাষের জমিতে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের তরফে হাতিটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।