বাগান সাজান ফুলে, জেনে নিন টবে ফুল ফোটানো বিস্তারিত

বাগান সাজান ফুলে, জেনে নিন টবে ফুল ফোটানো বিস্তারিত

বাগান বা ছাদের অল্প পরিসরে টবের ফুলে অতি সহজেই করে তোলা যেতে পারে সৌন্দর্য্যমন্ডিত। আবার এমনি মাটিতে গাছ লাগানোর থেকে টবে চাষ বেশ সুবিধাজনকও বটে।

সাধারণত বৃক্ষ জাতীয় গাছ টবে রোপন করা হয় না। মরসুমি ফুলের জন্য বাড়ির ছাদের বাগানে টব উপযুক্ত। রজনীগন্ধা, সূর্যমুখী, গন্ধরাজ, দোপাটি, জিনিয়া ইত্যাদি ফুল গ্রীষ্মে, জুঁই, বেল, চাঁপা বর্ষায়, শীতকালে গাঁদা, গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা টবে ফোটানো যেতেই পারে।

টবে গাছ লাগানোর জন্য প্রথমেই গাছের আকৃতি অনুযায়ী টব নির্বাচন প্রয়োজন। তারপর আঁশ মাটির সঙ্গে তিন ভাগের একভাগ পরিমাণ জৈব সার বা পচা গোবর মিশিয়ে মাটি তৈরি করতে হবে। তাতে অল্প হাড় গুঁড়ো, ছাই ও চুন মেশাতে হবে। টবে অল্প বয়সী চারা, কলমের গাছ বা বীজ বপন করা যেতে পারে। টবের গাছকে উপযোগী ভাবে রোদে বা ছায়ায় রাখা সুবিধাজনক। এমনকি অতিরিক্ত বৃষ্টিতেও স্থান পরিবর্তন করা যায়। সার দেওয়া, জল দেওয়া ও অন্যান্য পরিচর্যাও চাষ সম্পর্কে অনভিজ্ঞদের জন্য সহজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ