Jhargram : ৩০‌ মিনিটের বৃষ্টিতেই দুয়ারে নদী ঝাড়গ্রামের অলিগলিতে

Jhargram : ৩০‌ মিনিটের বৃষ্টিতেই দুয়ারে নদী ঝাড়গ্রামের অলিগলিতে

এ বছরের বর্ষাকাল যেন ঝিমিয়ে পড়েছে। খুব বেশি দেখা মিলছেনা বৃষ্টির। তবে রবিবাসরীয় হঠাৎ বর্ষণে মুহূর্তেই প্লাবিত হল ঝাড়গ্রাম। দূরদূরান্ত থেকে বিভিন্ন কাজের প্রয়োজনে অনেকেই প্রতিদিন ঝাড়গ্রাম শহরে এসে থাকেন। রবিবারের হঠাৎ পরিবর্তিত আবহাওয়ার সাথে তাল মিলিয়ে নিতে না পেরে অনেকেই অসুবিধায় পড়েন।

আরও পড়ুন:  Jhargram : হাতির মৃত্যু ঝাড়গ্রামে, তদন্তে বন দফতর

দীর্ঘদিন ধরে বৃষ্টির অভাবে অস্বস্তিতে ভুগছিল অরণ্যসুন্দরী। রবিবার দুপুর ১২:৩০ টা নাগাদ শুরু প্রবল বর্ষণ। এই বৃষ্টিপাত চলছিল প্রায় ৩০ মিনিট ধরে। এরপর ঝাড়গ্রামের অলিগলি মুহূর্তেই জলমগ্ন হয়ে যায়। যান চলাচল ও পথচারীদের নাজেহাল অবস্থার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই কিছু কিছু জায়গার রাস্তায় এক হাঁটুর উপরে জল হয়ে যায়। তবে এইদিনের বর্ষণে বিগত কয়েকদিনের ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া থেকে আপাতত রেহাই পেলেন শহরবাসী।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ