Abhishek vs Naushad : লোকসভায় অভিষেক বনাম নওশাদ! অভিষেককে প্রাক্তন এমপি করার বার্তা নওশাদের

Abhishek vs Naushad : লোকসভায় অভিষেক বনাম নওশাদ! অভিষেককে প্রাক্তন এমপি করার বার্তা নওশাদের

আসন্ন লোকসভা নির্বাচনে এবার কি তবে নওশাদ সিদ্দিকি বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়! একটি টিভি চ্যানেলের টকশোতে তেমনই বার্তা দিলেন স্বয়ং বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেই সঙ্গে দল অনুমতি দিলে বর্তমান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন সাংসদে পর্যবসিত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। গুলি চালনা, ভোট কেন্দ্রে অশান্তি, মৃত্যু, মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ থেকে আদালতে মামলা – সব কিছুই হয়েছে। শাসক দল তৃণমূল ও আইএসএফ পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এবার সামনে লোকসভা ভোট। তার আগে ফের সম্মুখসমরে তৃণমূলের বোকাবিলার বার্তা দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ। স্বয়ং তৃণমূলের বর্তমান সেনাপতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারেই হারানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আরও পড়ুন:  Primary Teacher : নেই টেট পাশের নথি, ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল

রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, আইএসএফ আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে রাজ্যে সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করতে চাইছে। তৃণমূলের আধিপত্য থাকা ভাঙড় আসন জয় করেছিলেন রাজনৈতিক ক্রীড়াঙ্গনে নবাগত নওশাদ। সম্প্রতি সাগরদীঘি উপ- নির্বাচনে তৃণমূল হেরেছে। অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই ডায়মন্ড হারবার ছাড়াও রাজ্যের প্রায় ১২টি সংখ্যালঘু ভোট অধ্যুষিত লোকসভা আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে আইএসএফ চিন্তাভাবনা করছে বলে খবর সূত্রের।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ