পিএসসি-কে জরিমানা আদালতের, নজরে দমকলে নিয়োগ দুর্নীতি মামলা

পিএসসি-কে জরিমানা আদালতের, নজরে দমকলে নিয়োগ দুর্নীতি মামলা

দমকলে নিয়োগ দুর্নীতি মামলায় পাবলিক সার্ভিস কমিশন তথা পিএসসি-কে জরিমানা করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পিএসসি কে নিয়োগ দুর্নীতি নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তা একবার পিছিয়ে দেওয়া হয়। ফের আজকেও হলফনামা জমা দেওয়ার জন্য কমিশন অতিরিক্ত সময় চাওয়ায় জরিমানার শর্তে পিএসসিকে অতিরিক্ত দু’সপ্তাহ সময় দিয়েছে আদালত।

দমকলের অপারেটর পদে নিয়োগ নিয়ে অসংরক্ষিত প্রার্থীকে সংরক্ষিত তালিকায় চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। তারই প্রেক্ষিতে প্রথমে রাজ্য ট্রাইব্যুনালে মামলা হয়। তা যায় কলকাতা হাইকোর্টে। সোমবার হাইকোর্টে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল। সেখানে হলফনামা জমা দিতে পিএসসি অতিরিক্ত সময় চাইলে ১০ হাজার টাকা জরিমানার শর্তে তিন সপ্তাহ সময় দেয় আদালত। সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ চার সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ