World Bank : বিশ্ব ব্যাঙ্ক থেকে ৩,২০০ কোটি টাকা ঋণ পাচ্ছে রাজ্য

World Bank : বিশ্ব ব্যাঙ্ক থেকে ৩,২০০ কোটি টাকা ঋণ পাচ্ছে রাজ্য

রাজ্যের (West Bengal) জন্য সুখবর! বিশ্ব ব্যাঙ্ক (World Bank) রাজ্য সরকারকে ৩,২০০ কোটি টাকা ঋণ (Loan) দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। পরিকাঠামো উন্নয়ন খাতে এই ঋণের অনুমোদন মিলিছে বলে জানা গিয়েছে।

রাজ্যে লগ্নি আনতে এই মুহূর্তে স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মাদ্রিদ ও বার্সেলোনায় দু’টি বাণিজ্য বৈঠক করেছেন তিনি৷ সেই সময়ের মাঝেই বিশ্বব্যাঙ্কের ঋণের অনুমোদনের খবর মিলেছে। নবান্ন সূত্রে খবর, ৩,২০০ কোটি টাকা ঋণে অনুমোদন মিলিছে। তবে ঋণের টাকা মূলত খরচ করতে হবে উন্নয়নখাতে ও রাস্তাঘাটের উন্নতিতে।

আরও পড়ুন:  Medinipur Sourav : শালবনীতেই কি সৌরভের কারখানা! কি বলছে জমির হদিস

এর আগে রাস্তাশ্রী প্রকল্পে ১১,৫০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে বলে রাজ্য বাজেটে ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৩ হাজার কোটি টাকা ঐ প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই৷ অনুমান করা হচ্ছে বিশ্ব ব্যাঙ্ক থেকে পাওয়া ঋণ সেখানে কাজে লাগানো হতে পারে৷ এছাড়া উন্নয়ন হওয়ার সম্ভাবনা পঞ্চায়েত এলাকাগুলিতেও।

আরও পড়ুন:  Shalboni : শালবনীতে সৌরভ! কি বলছেন দিলীপ ঘোষ?

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ