নিয়োগ নিয়ে ফের আতান্তরে রাজ্য সরকার। এবার অভিযোগ উঠল পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বিরুদ্ধে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে করণিক নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে পিএসসি-এর বিরুদ্ধে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এর দ্বারস্থ হলেন ১০৩ জন পরীক্ষার্থী।
- Advertisement -
পিএসসি-র তরফে ২০১৯ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার পর রাজ্য সরকারের বিভিন্ন দফতরে করণিক নিয়োগের মেধাতালিকা প্রকাশিত হয় ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর। মামলাকারীদের অভিযোগ, মেধাতালিকা প্রথমে প্রকাশ করার পরেও ২৪ সেপ্টেম্বর ওয়েবসাইট থেকে তা সরিয়ে নেওয়া হয় এবং ৩০ সেপ্টেম্বর ফের একটি নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু পুরাতন তালিকার সঙ্গে নতুন তালিকায় নামের অমিল রয়েছে অনেক। নিয়োগ পদ্ধতির উপর স্থগিতাদেশ চেয়েছেন আবেদনকারীরা। আগামী ২৪ জানুয়ারি বিষয়টি সম্পর্কে পিএসসি কর্তৃপক্ষ তাদের মতামত জানাবে।