Madhyamik : নম্বর মনঃপুত নয়! অনলাইনেই করা যাবে স্ক্রুটিনির আবেদন

Madhyamik : নম্বর মনঃপুত নয়! অনলাইনেই করা যাবে স্ক্রুটিনির আবেদন

শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় পরীক্ষার্থী বা অভিভাবকরা ফলাফলে খুশি নন। অনেক ক্ষেত্রেই প্রাপ্ত নম্বর আন্দাজের থেকে কম এসেছে বলেও মনে হয়। সে ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের তরফে রয়েছে রিভিউ (পিপিআর) বা স্ক্রুটিনির (পিপিএস) আবেদন। তবে আবেদনের সময়সীমা আগামী ১৭ জুন।

পদ্ধতি –
১. পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) বা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির (পিপিএস) জন্য পর্ষদের ওয়েবসাইট www.wbbsedata.com এ যেতে হবে

২. ইন্সট্রাকশন ট্যাবে সমস্ত তথ্য দিয়ে লগইন করতে হবে

৩. সমস্ত উত্তীর্ণ ছাত্রছাত্রী পিপিএস এর জন্য আবেদন করতে পারবেন। প্রতি বিষয়ের জন্য ৪০ টাকা ফি ধার্য করা হয়েছে

৪. সমস্ত অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা পিপিআর এর জন্য আবেদন করতে পারবেন। প্রতি বিষয়ের জন্য ৫০ টাকা ফি ধার্য করা হয়েছে

৫. এরপর ছাত্রছাত্রীদের পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) বা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির (পিপিএস) এর আবেদন একটি সাদা কাগজে লিখে রোল নম্বর, নাম, বিষয়, মার্কশিটের জেরক্স কপি সহ এবং নির্দিষ্ট ফি এর সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে

৬. বোর্ড কোনো রকম আবেদন ম্যানুয়েল ভাবে জমা নেবে না। সম্পূর্ণ আবেদন অনলাইনে করতে হবে

৭. অনলাইনে আবেদন প্রক্রিয়াটি কেবলমাত্র স্কুল কর্তৃপক্ষ সম্পন্ন করতে পারবেন, কোন পরীক্ষার্থী নিজে নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ