Jhargram : মাধ্যমিকে প্রথম দশে ঝাড়গ্রামের দুই জন, পঞ্চম পৌলমী ও দশম অরিত্র

Jhargram : মাধ্যমিকে প্রথম দশে ঝাড়গ্রামের দুই জন, পঞ্চম পৌলমী ও দশম অরিত্র

শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। অন্যান্য বছরের মতই জঙ্গলমহলের জেলাগুলির সাফল্য অব্যাহত। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি প্রথম দশের তালিকায় জায়গা করে নিয়েছে ঝাড়গ্রামও। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণচক হাইস্কুলের পৌলমী বেরা ও দশম স্থানে রয়েছে কুমুদ কুমারী ইনস্টিটিউশনের অরিত্র মন্ডল।

আরও পড়ুন:  বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির, উদ্যোগে শিলদা কলেজ

এই বছর মাধ্যমিকে পাশের হারে রাজ্যে তৃতীয় পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৯৪.৬২%। ঝাড়গ্রামে পাশের হার ৯২.০৭%। মেধাতালিকায় প্রথম দশে রয়েছে ১১৪ জন ছাত্র ছাত্রী। সেই তালিকায় রয়েছে ঝাড়গ্রামও। মোট ৬৮৯ নম্বর পেয়ে পঞ্চম স্থানে থাকা ১১ জনের মধ্যে রয়েছে দক্ষিণচক হাইস্কুলের পৌলমী বেরা। দশম স্থানে থাকা ৪০ জনের মধ্যে রয়েছে কুমুদ কুমারী ইনস্টিটিউশনের ছাত্র অরিত্র মন্ডল (৬৮৪)। এছাড়া মেধাতালিকায় যুগ্ম ভাবে প্রথম হয়েছে বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘড়াই (৬৯৩)। যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে আছে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্র রৌনক মন্ডল (৬৯২)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ