রাজ্যের দেওয়া স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে ছাগল

20240126 165428

রাজ্যস্কুল ইউনিফর্মের কী দশা! যে পোশাক পরার কথা ছাত্রদের, তা পরে ঘাস খাচ্ছে একাধিক ছাগল। সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছে স্কুলের ড্রেস। কিন্তু স্কুল শিক্ষকদের উদাসীনতার কারণে এমনই চিত্র দেখা গেল। পুরুলিয়ার (Purulia) বাঘমুন্ডির নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। ফলে এলাকায় তীব্র শোরগোল পড়েছে। জেলায় জেলায় স্কুলে ছাত্রদের সঠিক অনুপাতে শিক্ষকের অভাব একটা বড় সমস্যা এই রাজ্যে। এছাড়াও রয়েছে স্কুলের সঠিক পরিকাঠামোর অভাব, নেই শৌচালয়, নেই ক্লাসরুম।এবার স্কুলের ড্রেস নিয়েও চূড়ান্ত অবহেলার চিত্র ফুটে উঠল।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

পুরুলিয়ার (Purulia) বাগমুন্ডি স্কুলে এই চাঞ্চল্যকর দৃশ্য উঠে আসতেই এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে।

স্কুলের (Purulia) প্রধান শিক্ষক মলয়রঞ্জন মাজি অবশ্য অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, “এই নীল রঙের জামাগুলি হচ্ছে স্কুলের পুরাতন পোশাক। এখন স্কুলের জামার রং সাদা করা হয়েছে। কিন্তু স্কুল পড়ুয়ার গায়ের এই জামা কীভাবে ছাগলের গায়ে এল, সেই সম্পর্কে আমি কিছু জানি না।” অপর দিকে ছাগলের মালিক জানিয়েছে, স্কুলের “কোনও শিক্ষক এই ড্রেস দিয়ে যায়নি। তাছাড়া তাদের সন্তানরাও ওই স্কুলে পড়াশুনা করে না।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ