আনুষ্কা শর্মা প্রায় ৩ বছর পর চলচ্চিত্রের মাঠে নেমেছেন এবং এখন ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রীকেও ক্রিকেট মাঠে দেখা যাবে। তার স্পোর্টস মুভির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে যাতে তাকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরা অবস্থায় দেখা যায়।
আনুষ্কা শর্মা এই লুক বেশ পছন্দ হচ্ছে। ‘চাকদা এক্সপ্রেস’ ছবিতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন। মুক্তি পেয়েছে এই সিনেমার ফার্স্ট লুক।
https://youtu.be/WriyhHlM0Z0
- Advertisement -
‘চাকদা এক্সপ্রেস’ ছবিতে প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামীর বাস্তব জীবনের গল্প এবং তার ক্রিকেট যাত্রা দেখানো হবে। এই সিনেমাটি অনলাইনে মুক্তি পাবে। OTT প্ল্যাটফর্মটি Netflix-এ মুক্তি পেতে চলেছে। আনুষ্কা শর্মা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এর প্রথম ঝলক শেয়ার করেছেন।
- Advertisement -
ঝুলন গোস্বামী ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বোলারদের একজন। এখন ঝুলন চরিত্রে পর্দায় জড়াতে প্রস্তুত আনুষ্কা। দর্শকরা এই ক্রিকেটারের দুর্দান্ত যাত্রা পছন্দ করবেন। ছবিটি পরিচালনা করেছেন প্রসিত রায়। যদিও ছবিটির মুক্তির তারিখ প্রকাশ করা হয়নি। ‘চাকদা এক্সপ্রেস’ ছবির ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই জানা যাবে মুক্তির তারিখ। খুব শিগগিরই দর্শকরা এই ছবিটি উপভোগ করতে পারবেন বলে জানা গেছে।
আনুষ্কা শর্মার শেষ ছবি ছিল ‘জিরো’, যেখানে তাকে শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল। এই ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। একইসঙ্গে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর এটাই অভিনেত্রীর প্রথম ছবি। ২০১৭ সালে বিয়ের পর বলিউড থেকে বিরতি নেন আনুষ্কা।